Solution
Correct Answer: Option A
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস মুখ দিয়ে সরাসরি বের না হয়ে নাক দিয়ে বের হয়, তাদের নাসিক্য ধ্বনি বলা হয়।
- বাংলা বর্ণমালায় মোট পাঁচটি নাসিক্য বর্ণ বা ধ্বনি আছে।
- এগুলো হলো– ঙ, ঞ, ণ, ন, ম।
- সুতরাং, প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে 'ম' হলো নাসিক্য ধ্বনি।