'পেটের ভাত চাল হওয়া' বাগধারাটির অর্থ-
A অতিরিক্ত দুর্ভাবনায় পড়া
B বেশি ভয় পাওয়া
C মোটেও হজম না হওয়া
D তীব্র ক্ষুধায় কাতর হওয়া
Solution
Correct Answer: Option A
» পেটের ভাত চাল হওয়া’ আগধারাটির অর্থ - অতিরিক্ত দুর্ভাবনায় পড়া
আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা:
» এক হাত লওয়া - প্রতিশোধ
» একচোখা - পক্ষপাত
» এক ঢিলে দুই পাখি মারা - এক প্রচেষ্টায় উভয় উদ্দেশ্য সাধন করা
» এক মাঘে শীত যায় না - পুনরায় বিপদ ঘটার সম্ভাবনা
» এলেবেলে - বাজে/ নিকৃষ্ট
» এলোপাতাড়ি/এলোপাথাড়ি/এলোধাবাড়ি - এলোমেলোভাবে/বিশৃঙ্খলভাবে
» ওজন বুঝে চলা - আত্মমর্যাদা
» ওষুধ ধরা - আকাঙ্ক্ষিত ফল লাভ
» ওষুধ পড়া - প্রভাবে পড়া