'সাপের পাঁচ পা দেখা' বাগধারাটির অর্থ কি?

A ভয় পাওয়া

B চোখে অন্ধকার দেখা

C শেষ মুহূর্ত পর্যন্ত আশায় থাকা

D অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা

Solution

Correct Answer: Option D

'সাপের পাঁচ পা দেখা' বাগধারাটির অর্থ অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা।
এরূপ আরও কিছু বাগধারা- 
- ‘ঢাকঢোল পেটানো’ বাগধারাটির অর্থ - প্রচারণা।
- ‘ঢুঁ মারা’ বাগধারাটির অর্থ - অনুসন্ধান/চেষ্টা।
- 'জগাখিচুড়ি' বাগ্‌ধারার অর্থ - বিশৃঙ্খল।
- 'সপ্তপদ' বাগ্‌ধারার অর্থ - সাতটি পা বিশিষ্ট।
- ‘তালপাতার সেপাই’ বাগধারাটির অর্থ - রুগ্ণ/ছিপছিপে।
- তুলকালাম’ বাগধারাটির অর্থ - হৈ চৈ/ সাংঘাতিক ঘটনা।
- ‘ঢি ঢি পড়া’ বাগধারাটির অর্থ - দুর্নাম রটনা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions