বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?

A গৌর দাস

B চার্লস উইলকিন্স

C পঞ্চানন কর্মকার

D গঙ্গাকিশোর ভট্টাচার্য

Solution

Correct Answer: Option B

- চার্লস উইলকিন্স ছিলেন একজন ইংরেজ প্রাচ্যবিদ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা।
- তিনিই প্রথম বাংলা মুদ্রণের জন্য সচল বা বিচ্ছিন্ন হরফ (Movable Type) তৈরি করেন বলে তাকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয়।
- তার তৈরি করা হরফ দিয়েই নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেডের 'A Grammar of the Bengali Language' (১৭৭৮) বইটি প্রথম মুদ্রিত হয়।
- এই হরফ তৈরির কাজে তার প্রধান সহকারী ও খোদাইশিল্পী ছিলেন পঞ্চানন কর্মকার
- যদিও পঞ্চানন কর্মকার মূল খোদাইয়ের কাজটি করেন, উইলকিন্সের পরিকল্পনা ও তত্ত্বাবধানের কারণেই তাকে এই কৃতিত্ব দেওয়া হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions