গুণহীনের বৃথা আস্ফালন- এর অর্থ নিচের কোন প্রবাদের সাহায্যে বুঝানো যায়?

A আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া

B অসারের তর্জন গর্জন সার

C কানা ছেলের নাম পদ্মলোচন

D ঘুঘু দেখছো, ফাঁদ দেখনি

Solution

Correct Answer: Option B

- গুণহীনের ব্যর্থ আস্ফালন = অসারের তর্জন-গর্জন সার।
- 'আসলে মুষল নেই ও ঢেকি ঘরে চাদোয়া' অর্থ - গুরুত্বপূর্ন কাজে মন না দিয়ে কম গুরুত্বপূর্ন কাজে মন দেয়া।
- 'ঘুঘু দেখেছ ফাদ দেখনি' অর্থ - কোন কাজের কঠিন অংশ না দেখে শুধু সহজ অংশ দেখা।
- 'কানা ছেলের নাম পদ্মলোচন' অর্থ - অযোগ্যের বিপরীত নামকরণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions