আগে ম্ এবং তারপর ক্/খ্/গ্/ঘ্- এর যে কোনোটি থাকলে ম্ এর স্থানে অনুস্বার (ং) বা ঙ হয়। কিন্তু ম-এর পর চ্ থেকে ম্ পর্যন্ত যে কোনো ধ্বনি থাকলে পূর্বপদের ম্-স্থানে ঐ বর্গের পঞ্চম ধ্বনি হয়।
উদাহরণঃ
- সম্+খ্যা= সংখ্যা,
- সম্+চয়=সঞ্চয়,
- সম্+ঘ= সংঘ ইত্যাদি।