‘পাওয়ার আগে ভোগের আয়োজন’- কথাটির প্রবাদ বাক্য কোনটি?
A গাছে কাঁঠাল গোঁফে তেল
B ঝােপ বুঝে কোপ মারা
C খাল কেটে কুমির আনা
D ছাই ফেলতে ভাঙা কুলো
Solution
Correct Answer: Option A
গাছে কাঁঠাল গোঁফে তেল, গাছে না উঠতেই এক কাঁদি (ব্যঙ্গার্থ) - কার্যারম্ভের পূর্বেই ফলভোগের উচ্চাশা এবং প্রস্তুতি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান