- পুণ্য শব্দে নিত্য মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়েছে।
- এছাড়াও কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়।
যেমন:
চাণক্য মাণিক্য গণ
বাণিজ্য লবণ মণ
বেণু বীণা কঙ্কণ কণিকা।
কল্যাণ শোণিত মণি
স্থাণু গুণ পুণ্য বেণী
ফণী অণু বিপণি গণিকা।
আপণ লাবণ্য বাণী
নিপুণ ভণিতা পাণি
গৌণ কোণ ভাণ পণ শাণ।
চিক্কণ নিক্বণ তূণ
কফণি বণিক গুণ
গণনা পিণাক পণ্য বাণ।