A মেয়েটি বুদ্ধিমান
B আকষ্ঠ পর্যন্ত ভোজন করলাম
C এ সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছা হয় না
D নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল
Solution
Correct Answer: Option D
প্রশ্নটিতে শুদ্ধ বাক্য হলো নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল । উল্লেখ্য, এটি মানিক বন্দোপাধ্যায় রচিত 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসের একটি উক্তি ।
অশুদ্ধ = মেয়েটি বুদ্ধিমান - এ সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছা হয় না - আকষ্ঠ পর্যন্ত ভোজন করলাম
শুদ্ধ = মেয়েটি বুদ্ধিমতী - এ সৌন্দর্য ছেড়ে কোথাও যেতে ইচ্ছা হয় না - আকষ্ঠ ভোজন করলাম