'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।'- বাক্যটিতে কয়টি ভুল আছে?

A একটি

B দুটি

C তিনটি

D ভুল নেই

Solution

Correct Answer: Option C

'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে, বাক্যটিতে তিনটি ভুল রয়েছে।

সঠিক বাক্যটি হবে- সুনামির তাণ্ডবে অনেকেই সর্বস্বান্ত হয়েছে। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions