উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) বসাতে হবে-
Solution
Correct Answer: Option B
বাংলা বাক্যে কমা (,) বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। যেমনঃ উদ্ধরণ চিহ্নের পূর্বে ( খন্ডবাক্যের শেষে) কমা বসাতে হবে। যথাঃ সাহেব বললেন,“ছুটি পাবেন না” । মাসের তারিখ লিখতে বার ও মাসের পর ‘কমা’ বসবে। যথাঃ ১৬ই পৌষ,বুধবার, ১৩৯৯ সন। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসবে। যথাঃ ৬৮,নবাবপুর রোড,ঢাকা-১০০০ । নামের পরে ডিগ্রিসূচক পরিচয় সংযজিত হলে সেগুলোর প্রত্যেকটির পর কমা বসবে। যথাঃ ডক্টর মুহম্মদ এনামুল হক, এম,এ,পি-এইচডি।