বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে?

A গোপাল

B রামপাল

C বিজয় সেন

D লক্ষণ সেন

Solution

Correct Answer: Option A

- বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন গোপাল
- গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা।
- তিনি ৭৫০ খ্রিস্টাব্দের নিয়মে বাংলায় রাজত্ব শুরু করেন এবং গৌড়কে রাজধানী করেছিলেন।
- বাংলায় পাল বংশের শাসন প্রায় ৪০০ বছর (৮৫০-১১৬১ খ্রিস্টাব্দ) স্থায়ী হয়েছিল।
- গোপাল বাংলায় অরাজকতা দূর করে রাজা নির্বাচিত হন এবং বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ হিসাবে পাল বংশ প্রতিষ্ঠা করেন।
- তার পর ধর্মপাল, দেবপাল, মহীপাল প্রমুখ মহারাজারা বাংলার শাসনকে শক্তিশালী করেন।
- গোপাল ও তার বংশের শাসনামলে বাংলায় শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বাণিজ্যে উন্নতি ঘটে। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions