মাত্রাবৃত্ত ছন্দে পূর্ণ-পর্ব সাধারণত কয় মাত্রার হয়ে থাকে?
Solution
Correct Answer: Option B
যে কাব্য ছন্দে মূল পর্ব চার, পাঁচ, ছয় বা সাত মাত্রার হয় এবং যা মধ্যম লয়ে পাঠ করা হয়, তাঁকে মাত্রাবৃত্ত ছন্দ বলে। এ ছন্দে প্রধানত ৬ মাত্রার প্রচলন বেশি। এ ছন্দকে বর্ণবৃত্ত বা ধ্বনিপ্রধান ছন্দ বা কলাবৃত্ত ছন্দ বলে।
উদাহরণ: এইখানে তোর / দাদির কবর / ডালিম গাছের / তলে (মাত্রা: ৬/৬/৬/২)।