Solution
Correct Answer: Option A
- বিজয় সেনের প্রথম রাজধানী ছিল হুগলী জেলার ত্রিবেণীতে অবস্থিত বিজয়পুর
- এটি তাঁর নিজের নামে প্রতিষ্ঠিত একটি নগর পরবর্তীতে তিনি দ্বিতীয় রাজধানী স্থাপন করেন ঢাকার নিকটবর্তী বিক্রমপুরে
- এটি ছিল সেন বংশের প্রথম স্বাধীন রাজধানী এখান থেকেই তিনি সমগ্র বাংলায় সেন শাসন বিস্তারের কাজ শুরু করেন
- রাজধানী হিসেবে বিজয়পুরের অবস্থান ছিল কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ
- বিজয় সেন ১০৯৮ থেকে ১১৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন তিনি ছিলেন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা
- বিজয়পুর থেকে তিনি পাল রাজবংশের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেন
- তিনি "পরমমাহেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ" উপাধি ধারণ করেন
- বিজয়পুর থেকে প্রাপ্ত শিলালিপি ও তাম্রশাসন থেকে এই তথ্য প্রমাণিত এটি ছিল তৎকালীন বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র রাজধানী হিসেবে।
- বিজয়পুরের গুরুত্ব প্রায় ৬২ বছর স্থায়ী ছিল প্রশাসনিক কেন্দ্র হিসেবে গুরুত্ব: এখান থেকে তিনি সামরিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন বিভিন্ন রাজকীয় দলিল ও ফরমান এখান থেকে জারি করা হত এটি ছিল সেন বংশের প্রথম যুগের প্রধান প্রশাসনিক কেন্দ্র।