শূদ্রা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শূদ্রজাতীয় রমণী। শূদ্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শূদ্রের পত্নী। শূদ্রাণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শূদ্রজাতীয় রমণী বা শূদ্রের পত্নী।
তৎসম পুরুষবাচক শব্দের পরে আ, ঈ, আনী, নী, ইকা প্রতৃতি প্রত্যয়যোগে নারীবাচক শব্দ গঠিত হয় । 'আ' প্রত্যয় অনেক সময় জাতিবাচক অর্থে ব্যবহৃত হয় । যেমনঃ কোকিল-কোকিল, শিষ্য-শিষ্যা, ক্ষত্রিয়-ক্ষত্রিয়া, শূদ্র-শূদ্রা ইত্যাদি ।
আনী-প্রত্যয় যোগে গঠিত সংস্কৃত স্ত্রীবাচক শব্দ হলো ইন্দ্র-ইন্দ্রানী, মাতুল-মাতুলানী, শূদ্র-শূদ্রানী ইত্যাদি।