কার শাসনামলে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসেবে স্বীকৃতি পায়?
A বৃহদ্রথ
B চন্দ্রগুপ্ত মৌর্য
C সম্রাট অশোক
D কেউই না
Solution
Correct Answer: Option C
- সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের তৃতীয় সম্রাট।
- কলিঙ্গ যুদ্ধের রক্তস্রোত সম্রাট অশোকের মনে গভীর বেদনার রেখাপাত করে।
- কৃতকর্মের অনুশোচনায় মূহ্যমান অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন।
- তাঁর শাসনামলে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসেবে স্বীকৃতি পায়।
- তাঁর চেষ্টায় বৌদ্ধধর্ম বিশ্বধর্মের মর্যাদা পায়।
- এজন্য তাঁকে 'বৌদ্ধ ধর্মের কনস্ট্যানটাইন' বলা হয়।