কারাগারের রোজনামচা-

A নাটক

B উপন্যাস

C কাব্য

D দিনলিপি

Solution

Correct Answer: Option D

২০১৭ সালের ১৭ মার্চ প্রকাশিত ‘কারাগারের রোজনামচা' মূলত একটি দিনলিপি। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৬৬-৬৮ সাল পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থার দিন চিত্র, জেল-যন্ত্রণা, কয়েদীদের অজানা কথা, অপরাধীদের কথা, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, কারাগারে নেতা-কর্মীদের দুঃখ-দুর্দশা, নির্মম অত্যাচার, প্রকৃতি প্রেম, পিতৃ-মাতৃ ভক্তি ফুটে উঠেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions