Solution
Correct Answer: Option B
- বাংলার প্রথম চৈনিক পরিব্রাজক হলেন ফা-হিয়েন (Fa-Hien)।
- ফা-হিয়েন (৩৯৯-৪১৪ খ্রিস্টাব্দে) প্রাচীন বাংলায় আগমন করেন এবং তিনিই প্রথম চীনা পরিব্রাজক যিনি এই অঞ্চল পরিদর্শন করেন।
- তিনি বৌদ্ধ ধর্মের অধ্যয়নের উদ্দেশ্যে ভারতবর্ষে আসেন এবং তাঁর ভ্রমণ বিবরণী থেকে প্রাচীন বাংলার সমাজ, সংস্কৃতি ও ধর্মীয় অবস্থা সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়।
- ই-সিং এবং হিউয়েন সাং (ইউয়েন সাং) পরবর্তী সময়ে এই অঞ্চলে আসেন।