চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?
Solution
Correct Answer: Option B
- মেগাস্থিনিস এর দেশ গ্রিস, খ্রিস্টপূর্ব ৩০২ অব্দে বাংলায় আগমন করে, তিনি একজন ভুগোলবিদ ছিলেন।
- বাংলায় আগমনকারী প্রথম চীনা পরিব্রাজক হলেন ফা হিয়েন।
- গুপ্ত শাসনামলে ৩৯৯ খ্রিস্টাব্দে তিনি ভারতের উদ্দেশ্যে চীন থেকে যাত্রা শুরু করেন এবং ১৪ বছর পর চীনে ফিরে যান।
- ভারত ভ্রমণের শেষ পর্যায়ে তিনি সীমান্ত রাজ্য চম্পার মধ্যদিয়ে বাংলায় প্রবেশ করেন।