সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে?
A প্রথম পদে
B শেষ পদে
C বিশেষ্য পদে
D বিশেষণ পদে
Solution
Correct Answer: Option B
কারকের ক্ষেত্রে বিভক্তি প্রয়োজন। বিভক্তি প্রধানত দুই প্রকার।
১. ক্রিয়া বিভক্তি ও
২. নাম বিভক্তি।
সাধারণত শেষ পদে কারক বিভক্তি থাকে।