‘মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন’—এই বাক্যে ‘শিশুকে’ কোন প্রকারের কর্ম?
Solution
Correct Answer: Option D
যখন একটি ক্রিয়ার দুটি কর্মপদ থাকে, তখন তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে।
এই দুটি কর্মের মধ্যে:
- প্রাণীবাচক কর্মটিকে গৌণ কর্ম বলে।
- বস্তুবাচক কর্মটিকে মুখ্য কর্ম বলে।
প্রদত্ত বাক্যে, "দেখাচ্ছেন" ক্রিয়ার দুটি কর্ম হলো ‘শিশুকে’ (প্রাণীবাচক) এবং ‘চাঁদ’ (বস্তুবাচক)।
সুতরাং, ‘শিশুকে’ হলো গৌণ কর্ম।