'প্রদোষে প্রাকৃতজন' গ্রন্থটি কার রচনা?

A সেলিম আল দীন

B সৈয়দ শামসুল হক

C শওকত ওসমান

D শওকত আলী

Solution

Correct Answer: Option D

শওকত আলী রচিত প্রদোষে প্রাকৃতজন উপন্যাসে রাজা লক্ষণ সেনের সময়ের সমাজ ও মানুষের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।
তাঁর অন্যান্য উপন্যাস হলো :
- পিঙ্গল আকাশ
- যাত্রা
- দক্ষিণায়নের দিন
- উত্তরের খেপ
- হিসাবনিকাশ
- কুলায় কালস্রােত
- পূর্বরাত্রি পূর্বদিন
- যেতে চাই
- ওয়ারিশ
- বাসর মধুচন্দ্রিমা
- দলিল
- উত্তরে ছাপ ইত্যাদি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions