দিল্লীর লাল কেল্লা কে নির্মাণ করেন?

A সম্রাট শাহজাহান

B সম্রাট হুমায়ূন

C সম্রাট আওরঙ্গজেব

D সম্রাট জাহাঙ্গীর

Solution

Correct Answer: Option A

- সম্রাট শাজজাহান ১৬২৮ থেকে ১৬৫৮ সাল পর্যন্ত মুঘল সম্রাজ্যের সিংহাসনে ছিলেন।
- স্থাপত্যশিল্পে অবদান রাখার জন্য তাঁকে Prince of Builders বলা হয়।
- মণিমুক্তা খচিত স্বর্ণ্মন্ডিত ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহানের অমর কীর্তি।
- তাঁর নির্মিত স্থাপত্যের মধ্যে দিল্লিতে নির্মিত লাল কেল্লা, জাম-ই-মসজিদ, দিওয়ান-ই-আম, দিওয়ান-ই-খাস, আগ্রায় মতি মসজিদ ও লাহোরের সালিমার উদ্যান ইত্যাদি উল্লেখযোগ্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions