জাতীয় শিশু দিবস কোনটি?

A ১৭ এপ্রিল

B ১০মার্চ

C ১৭ মার্চ

D ১০ মে

Solution

Correct Answer: Option C

শিশু দিবস শিশুদের নিয়ে উদযাপিত একটি দিবস। এটি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় পালিত হয়ে থাকে। শিশু দিবসটি প্রথমবার তুরস্কে পালিত হয়েছিল সাল ১৯২০ সালের ২৩ এপ্রিল। 
 - বিশ্ব শিশু দিবস ২০ নভেম্বর-এ উদ্‌যাপন করা হয়,
- আন্তর্জাতিক শিশু দিবস জুন ১ তারিখে উদ্‌যাপন করা হয়।
- বাংলাদেশে শিশু দিবস পালন করা ১৭ মার্চ। 
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions