নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন?
Solution
Correct Answer: Option C
- সিরাজউদ্দৌলার প্রকৃত নাম মির্জা মুহাম্মদ (পুরো নাম- মির্জা মুহাম্মদ আলী)।
- তার পিতার নাম জয়েনউদ্দিন।
- নবাব অলীবর্দী খান ছিলেন সিরাজউদ্দৌলার নানা।তিনি বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে স্থানান্তর করেন কোলকাতা (আলী নগর)।
- সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন ১৭৫৬ সালে (২২ বছর বয়সে)।
- সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দখল করেন ২০ জুন, ১৭৫৬।
- নবাব সিরাজউদ্দৌলার ‘যৌবরাজ্যাভিষেক’ ঘটে ১৭ বছর বয়সে।
- নবাব ও ইংরেজদের মধ্যে সন্ধি হয় ১৭৫৭ সালের ৯ ফেব্রুয়ারি (ইহা ইতিহাসে ‘আলীনগর সন্ধি’ নামে খ্যাত]
- পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ২৩ জুন, ১৭৫৭ সালে।
- বক্সারের যুদ্ধ সংঘটিত হয় ১৭৬৪ সালে।