কোন পণ্যর ১৪% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০-১৪
= ৮৬ টাকা।
কোন পণ্যর ১২% লাভে বিক্রয়মূল্য = ১০০+১২
= ১১২ টাকা।
বিক্রয় মূল্যের ব্যবধান = ১১২-৮৬ = ২৬ টাকা।
বিক্রয়মূল্য ২৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২৬ টাকা
বিক্রয়মূল্য ২২১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০×২২১)/২৬ টাকা
= ৮৫০ টাকা।