একজন ব্যবসায়ী ১৪% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় করে। যদি সে পণ্যটি ২২১ টাকা বেশি মূল্যে বিক্রয় করত, তাহলে তার ১২% লাভ হত। পণ্যটির ক্রয়মূল্য কত টাকা?

A ১৭০০

B ১২৮০

C ৮৫০

D ৫৮০

Solution

Correct Answer: Option C

কোন পণ্যর ১৪% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০-১৪ 
= ৮৬ টাকা।
কোন পণ্যর ১২% লাভে বিক্রয়মূল্য = ১০০+১২ 
= ১১২ টাকা।
বিক্রয় মূল্যের ব্যবধান = ১১২-৮৬ = ২৬ টাকা।

বিক্রয়মূল্য ২৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২৬ টাকা
বিক্রয়মূল্য ২২১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০×২২১)/২৬ টাকা
= ৮৫০ টাকা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions