মনে করি, মালামাল সহ নৌকার গতি x কিঃ মিঃ
(খালি অবস্থায় গতি x ধরলে ভগ্নাংশ চলে আসবে )
খালি অবস্থায় নৌকার গতি = ২x
মালামাল নামার ২ ঘন্টা বাদ দিলে শুধু যাতায়াতে সময় লাগে = ১৭ - ২ = ১৫ ঘন্টা
আমরা জানি, গতিবেগ = দূরত্ব/সময়
তাই, ৪০/x + ৪০/২x = ১৫
=> ৮০+৪০/২x = ১৫
=> ৩০x = ১২০
x = ৪
মালামালসহ অবস্থায় নৌকার গতি = ৪
এবং খালি অবস্থায় নৌকার গতি = ২x৪ = ৮