'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Solution
Correct Answer: Option C
দ্বীপ + অয়ন = দ্বীপায়ন (অয়ন হলে আদিস্বর বৃদ্ধি পায় না)।
এখানে ‘দ্বীপায়ন’ বলে কিছু নেই, অর্থাৎ ‘অয়ন’ প্র্ত্যয় যুক্ত হয়নি।
অন্যদিকে, দ্বীপ + আয়ন = দ্বৈপায়ন।
এখানে মূল শব্দ “দ্বীপ”-এর ‘ঈ’ হচ্ছে আদিস্বর (প্রথম স্বর)। আর ‘দ্বীপ’ এর সাথে ‘আয়ন’ প্রত্যয় যুক্ত করায় হয়েছে ‘দ্বৈপায়ন’, অর্থাৎ “দ্বৈপায়ন” এর ‘ঐ’ ঈ-থেকে বৃদ্ধি পেয়ে ‘দ্বৈপায়ন’—এর ঐ-তে পরিণত হয়েছে। সুতরাং ‘দ্বৈপায়ন’ শব্দে ‘আয়ন’ হয়েছে, তাই আদিস্বর বৃদ্ধি পেয়েছে।