• SDG- টার্গেট ১.১ - ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র দূর করা।
• ১.২ - দরিদ্র মহিলা, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা।
• ১.৩ - সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
• ১.৪ - দারিদ্র দূরীকরণে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নীতি নির্ধারণ করা।
জাতিসংঘ কর্তৃক ২০১৬-২০৩০ মেয়াদে ১৭ টি লক্ষ্য সম্বলিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা গৃহিত হয়।
• এসডিজির লক্ষ্যসমূহ হলো:
• দারিদ্র্য নির্মূল
• ক্ষুধামুক্তি
• সুস্বাস্থ্য
• মানসম্মত শিক্ষা
• লিঙ্গ সমতা
• বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
• সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
• উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
• শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
• বৈষম্য হ্রাস
• টেকসই শহর ও জনগণ
• পরিমিত ভোগ ও উৎপাদন
• জলবায়ু বিষয়ে পদক্ষেপ
• সামুদ্রিক বাস্তুসংস্থান
• স্থলভাগের জীবন
• শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
• অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।