Solution
Correct Answer: Option D
যেসব শব্দ ভাঙলে প্রাসঙ্গিক অর্থ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে।
আর যেসব শব্দ ভাঙলে প্রাসঙ্গিক অর্থ পাওয়া যায় তাকে সাধিত শব্দ বলে। বিভিন্ন উপায়ে সাধিত শব্দ গঠিত হয় যার মধ্যে প্রত্যয় অন্যতম।
লামা, গামা, জামা মৌলিক শব্দ।
আর হেম একটি শব্দ যার অর্থ স্বর্ন, হেম + আ = হেমা।