‘নবোঢ়া’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

A নব+ঊঢ়া

B নব+ঊড়া

C নবো+উঢ়া

D নব+উঢ়া

Solution

Correct Answer: Option A

স্বরসন্ধিতে অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ‘ও’ কার হয় ; সেই ‘ও’কার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন-
(i) অ+উ=ও : কাব্য+উদ্যান=কাব্যোদ্যান ; দাম+উদর=দামোদর ; লম্ব+উদর=লম্বোদর ; রস+উত্তীর্ণ=রসোত্তীর্ণ প্রভৃতি।

(ii) অ+ঊ=ও : চঞ্চল+ঊর্মি=চঞ্চলোর্মি ; পর্বত+ঊর্ধ্বে=পর্বতোর্ধ্বে ; চল+ঊর্মি=চলোর্মি ; প্রভৃতি।

(iii) আ+উ=ও : কথা+উপকথন=কথোপকথন ; যথা+উচিত=যথোচিত ; বিদ্যা+উপার্জন=বিদ্যোপার্জন ; মহা+উপকার=মহোপকার প্রভৃতি।

(iv) আ+ঊ=ও : নবা+উঢ়া=নবোঢ়া ; মহা+ঊর্মি=মহোর্মি ; গঙ্গা+ঊর্মি=গঙ্গোর্মি প্রভৃতি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions