Solution
Correct Answer: Option A
রকি পর্বতমালা উত্তর আমেরিকার পশ্চিমে অবস্থিত। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া হতে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো পর্যন্ত ৩০০০ মাইলের উপরে বিস্তৃত এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কলোরাডোয় অবস্থিত মাউন্ট অ্যালবার্ট সমুদ্র পৃষ্ঠ হতে ১৪,৪৪০ ফুট (৪,৪০১ মিটার) উঁচু।
যা কিছু বৃহত্তমঃ
বিশ্বের বৃহত্তম - অভ্যন্তরীণ সাগর : ভূমধ্যসাগর
বিশ্বের বৃহত্তম - মহাদেশ : এশিয়া
বিশ্বের বৃহত্তম - মহাসাগর : প্রশান্ত মহাসাগর
বিশ্বের বৃহত্তম - দেশ (আয়তনে) : রাশিয়া
বিশ্বের বৃহত্তম - দেশ (জনসংখ্যায়) : চীন
বিশ্বের বৃহত্তম - মুসলিম দেশ (জনসংখ্যায) : ইন্দোনেশিয়া
বিশ্বের বৃহত্তম - মুসলিম দেশ (আয়তনে) : কাজাখস্তান
বিশ্বের বৃহত্তম - পাখি (ওজনে) : উটপাখি (১৫৫ কেজি)
বিশ্বের বৃহত্তম - ব-দ্বীপ : বাংলাদেশ
বিশ্বের বৃহত্তম - সাগর : দক্ষিণ চীন সাগর
বিশ্বের বৃহত্তম - দিন : ২১ জুন (উত্তর গোলার্ধে)
বিশ্বের বৃহত্তম - রাত : ২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)
বিশ্বের বৃহত্তম - মরুভূমি : সাহারা
বিশ্বের বৃহত্তম - দ্বীপ : গ্রিনল্যান্ড
বিশ্বের বৃহত্তম - পর্বতমালা (উচ্চতায়) : হিমালয়
বিশ্বের বৃহত্তম - পর্বতমালা (দৈর্ঘ্যে) : আন্দিজ
বিশ্বের বৃহত্তম - সামুদ্রিক পাখি : এলবার্ট্রস
বিশ্বের বৃহত্তম - দ্বীপপুঞ্জ : ইন্দোনেশিয়া
বিশ্বের বৃহত্তম - প্রাণী : নীল তিমি
বিশ্বের বৃহত্তম - উপদ্বীপ : ভারত Raisul Islam Hridoy
বিশ্বের বৃহত্তম - গিরিখাত : গ্র্যান্ড ক্যানিয়ন
বিশ্বের বৃহত্তম - পার্লামেন্ট : চায়না ন্যাশনাল কংগ্রেস
বিশ্বের বৃহত্তম - মরুভূমি (এশিয়ায়) : গোবি (মঙ্গোলিয়া)
বিশ্বের বৃহত্তম - অরণ্য : তৈগা (রাশিয়া)
বিশ্বের বৃহত্তম - তৃণাঞ্চল : প্রেইরি
বিশ্বের বৃহত্তম - Indoor Theme Park : Ferrari World, Abu Dhabi
বিশ্বের বৃহত্তম - লৌহ খনি : বুরুকুটুর (ব্রাজিল)