Solution
Correct Answer: Option D
পশ্চিম আফ্রিকার পার্শ্ববর্তী ভার্ট প্রণালী অতিক্রম করার পর ক্যানারী স্রোতের একটি শাখা গিনি স্রোত নামে দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়। এ স্রোতধারাটি গ্রেইন, আইভরী ও শ্লেভ উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হয়ে ক্যামেরুন উপকূল পর্যন্ত অগ্রসর হয়।