Solution
Correct Answer: Option C
সন্ধি শব্দের অর্থ মিলন। দ্রুত উচ্চারণের ফলে পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে ধ্বনিগত পরিবর্তন হয় তাকে বলা হয় সন্ধি। বাংলা সন্ধি দুই প্রকার। যথা: স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি তিন প্রকার। যথা: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি।