Solution
Correct Answer: Option C
- ১৯১৯ সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন ১৯১৯ পাস হয়, যা মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন নামে অধিক পরিচিত।
- তৎকালীন ভারতসচিব (Secretary of State) এডউইন মন্টেগু এবং ভারতের ভাইসরয় লর্ড চেমসফোর্ডের সুপারিশের ভিত্তিতে এই আইনটি তৈরি করা হয়েছিল বলে তাঁদের নামানুসারে এর নামকরণ করা হয়।
- এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল প্রাদেশিক সরকারগুলোতে 'দ্বৈতশাসন' (Dyarchy) ব্যবস্থা প্রবর্তন করা।