ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যেক্তা কে?

A মহাত্মা গান্ধী

B নেতাজী সুভাষ চন্দ্র

C লর্ড বেন্টিংক

D স্যার এ্যালান অক্টাভিয়ান হিউম

Solution

Correct Answer: Option D

ভারতীয় জাতীয় কংগ্রেসঃ ভারতীয় প্রজাতস্ত্রের একটি জাতীয় রাজনৈতিক দল । থিওজোফিক্যাল সোসাইটির কিছু ‘অকাল্ট’ সদস্য কংগ্রেস প্রতিষ্ঠা করেন ।
তারা হলেনঃ 
 -অ্যালান অক্টোভিয়ান হিউম, 
 -দাদাভাই নওরোজি, 
 -উমেশচন্দ্র বন্দোপাধ্যায়, 
 -দিনশ এদুলজি ওয়াচা, 
 -সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, 
 -মোনমোহন ঘোষ, 
 -মহাদেব গোবিন্দ রানাডে ও উইলিয়াম ওয়েডারবার্ন প্রমুখ । ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেস নেতৃত্ব দান করেছিল ।

১৯৪৭ ভারত স্বাধীনতা অর্জন করলে, কংগ্রেস দেশের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। সেই থেকে মূলত নেহেরু-গান্ধী কংগ্রেসকে নেতৃত্ব করতে থাকেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions