একজন ব্যক্তি ব্যাংকে ৪০০০ টাকা রেখে ৪ বৎসর পর দেখলেন মুনাফাসহ ব্যাংকে ৫,২৮০ টাকা আছে। আর কত বছর পর সে তার একাউন্টে ৮,৮০০ টাকা দেখতে পাবে?
A ৮ বছর
B ১০ বছর
C ১১ বছর
D ১৫ বছর
Solution
Correct Answer: Option C
আসল P = ৪০০০ টাকা
মুনাফা I = (৫২৮০ - ৪০০০) টাকা
= ১২৮০ টাকা
সময় n = ৪ বছর
আমরা জানি,
I = Pnr
r = I/Pn
= (১২৮০ × ১০০)/(৪০০০ × ৪)
= ৮%
আবার
মুনাফা I = (৮৮০০ - ৪০০০) টাকা
= ৪৮০০ টাকা
আবার
n = I/Pr
= ৪৮০০/{৪০০০ × (৮/১০০)}
= ৪৮০০/৩২০
= ১৫ বছর
∴ আরো সময় লাগবে = (১৫ - ৪) বছর = ১১ বছর