৬০ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে অতিরিক্ত কি পরিমান পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
A ৮০ লিটার
B ৭০ লিটার
C ৬০ লিটার
D ৫০ লিটার
Solution
Correct Answer: Option A
৬০ লিটার মিশ্রণে সিরাপের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার
৬০ লিটার মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার
ধরি
ক লিটার পানি মিশালে মিশ্রণের অনুপাত ৩ : ৭ হবে।
শর্তমতে,
৪২/(১৮ + ক ) = ৩/৭
⇒ ৫৪ + ৩ক = ২৯৪
⇒ ৩ক = ২৯৪ - ৫৪
⇒ ৩ক = ২৪০
∴ ক =৮০ লিটার