অফিসে দেরিতে আসার কারণে একজন কর্মচারীর বেতন ১০% কমানো হলো এবং পরবর্তীতে ক্ষমা চাওয়ার কারণে আবার ১০% বাড়ানো হলো। এতে তার শতকরা কত ক্ষতি হলো।

A ০%

B ১%

C ১/২%

D ৯%

Solution

Correct Answer: Option B

ধরি, মূল বেতন = ১০০ টাকা

১০% কমানোর পর
বেতন = ১০০ - ১০০ এর ১০%
= ১০০ - ১০০ এর ১০/১০০
= ১০০ - ১০
= ৯০

১০% বৃদ্ধিতে
বেতন = ৯০ + ৯০ এর ১০%
= ৯০ + ৯০ এর ১০/১০০
= ৯০ + ৯
= ৯৯

∴ ক্ষতি = (১০০ - ৯৯) = ১%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions