বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাস ভবনের নাম কি?
A বঙ্গভবন
B গনভবন
C রাষ্ট্রপতি ভবন
D উত্তরাভবন
Solution
Correct Answer: Option A
- বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ঢাকার দিল্কুশা এলাকায় অবস্থিত ।
- প্রথম দিকে এটি ছিল ভারতের ব্রিটিশ ভাইসরয়ের অস্থায়ী সরকারি বাসভবন এবং পরে পূর্ববাংলার গভর্নরের সরকারি বাসস্থান । তখন এই ভবন গভর্নর হাউজ নামে পরিচিত ছিল ।