অর্থনৈতিক সমীক্ষা - ২০২৩ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
Solution
Correct Answer: Option D
অর্থনৈতিক সমীক্ষা - ২০২৩ঃ
• মোট জনসংখ্যা : ১৬.৯৮ কোটি ।
• জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩০%।
• জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) ঃ ১১৫৩ জন।
• পুরুষ ও মহিলার অনুপাত : ৯৮.১ : ১০০
• সাক্ষরতার হার (৭+বয়স) : ৭৬.৪% (পুরুষ ৭৮.৬%, মহিলা ৭৪.২%) ।
• গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২.৩ বছর (পুরুষ ৭০.৬,নারী - ৭৪.১)
• মুদ্রাস্ফীতি : ৯.২৪%
• মাথাপিছু আয় :২,৭৬৫ মার্কিন ডলার।
• মাথাপিছু জিডিপি :২,৬৫৭ মার্কিন ডলার।
• দারিদ্র্যের হার : ১৮.৭%
• চরম দারিদ্র্যের হার : ৫.৬০%
• স্বাক্ষরতার হার : ৭৬.৪%
• জিডিপিতে প্রবৃদ্ধির হার : ৬.০৩%