দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে, সংখ্যা দুইটি কত?

A 60, 40

B 70, 30

C 55, 45

D 65, 35

Solution

Correct Answer: Option A

ধরি, সংখ্যা দুইটি হলো 'ক' এবং 'খ'।
প্রশ্নমতে, ক + খ = ১০০ এবং ক - খ = ২০।
যদি আমরা সমীকরণ দুইটি যোগ করি, তাহলে পাই (ক + খ) + (ক - খ) = ১০০ + ২০।
এটি সরল করলে হয়, ২ক = ১২০, সুতরাং ক = ৬০।
'ক' এর মান প্রথম সমীকরণে বসালে পাই, ৬০ + খ = ১০০।
সুতরাং, খ = ৪০।
অতএব, সংখ্যা দুইটি হলো ৬০ এবং ৪০।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions