Solution
Correct Answer: Option C
- পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসবের নাম বৈসাবি।
- প্রতিবছর চৈত্রের শেষ দুদিন বর্ষবিদায় ও পহেলা বৈশাখে বর্ষবরণের এ মহোৎসব পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় (রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) পালিত হয়।
- বর্ষবরণ ও বর্ষবিদায়ের এ উৎসবকে ত্রিপুরাদের ভাষায় বৈসুক, মারমাদের ভাষায় সাংগ্রাই এবং চাকমাদের ভাষায় বিঝু বলা হয়।
- পার্বত্য চট্টগ্রামের প্রধান তিন সম্প্রদায়ের প্রাণের এ উৎসবের নামের আদ্যাক্ষর নিয়ে গঠিত এই উৎসবকে বলা হয় 'বৈসাবি' উৎসব।