কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে?
Solution
Correct Answer: Option C
- যে মাটিতে বালি,পলি এবং কর্দমকণা প্রায় সমান অনুপাতে বিদ্যমান থাকে তাকে দোআঁশ মাটি বলে ।
- তবে আদর্শ দোআঁশ মাটিতে অর্ধেক বালি এবং বাকি অর্ধেক পলি ও কর্দমকণা্র ম্রিশন থাকা বাওঞ্ছনিয়।
- দোআঁশ মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে।
- এ মাটির পানি শোষণ ও ধারণের ক্ষমতা উভয়ই বেশি।
- এই মাটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী । কৃষিতে দোআঁশ মাটিকে আদর্শ মাটি বলে ।
দোআঁশ মাটির চারটি বৈশিষ্ট্য হলো-
১. এ মাটির রং কালো।
২. এই মাটির কণাগুলো বিভিন্ন আকারের।
৩. এ মাটিতে বালু, কাদা এবং হিউমাস মিশে থাকে।
৪. এ মাটি পানি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে কিন্তু পানি জমে থাকে না।