বে, নিম, ফি, বদ, বর-ইত্যাদি কোন ভাষার উপসর্গ?

A আরবি

B স্প্যানিস

C ফারসি

D ল্যাটিন

Solution

Correct Answer: Option C

 ফারসি উপসর্গঃ কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
 যেমনঃ
 - 'না' যোগে 'নাবালিকা'
 - 'নিম; যোগে 'নিমরাজি'
 - 'কার' যোগ 'কারচুপি'

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions