অজন্তার গুহাচিত্র কোন যুগের আঁকা?
A আর্য যুগ
B পাল যুগ
C বৈদিক যুগ
D গুপ্ত যুগ
Solution
Correct Answer: Option D
ভারতের মহারাষ্ট্র রাজ্যের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র আওরঙ্গাবাদ শহর থেকে অজন্তার দূরত্ব প্রায় ১০১ কিলোমিটার। খ্রিষ্টপূর্ব ২০০ সাল থেকে সপ্তম খ্রিষ্টাব্দের মধ্যে নির্মিত এসব গুহা। এখানে আছে গভীর খাড়া গিরিখাতের পাথর কেটে খোদাই করা প্রায় ৩০টি গুহা-স্তম্ভ।