একটি সুষম বহুভুজের বহিঃস্থ কোণগুলির সমষ্টি__।
A 180°
B 270°
C 360°
D 540°
Solution
Correct Answer: Option C
যেকোনো উত্তল বহুভুজের (তা সুষম হোক বা বিষম) বহিঃস্থ কোণগুলোর সমষ্টি সর্বদা ৩৬০° বা ৪ সমকোণ। বাহুর সংখ্যা বা কোণের মানের ওপর এটি নির্ভর করে না; সমষ্টি সবসময় স্থির থাকে।
সঠিক উত্তর: (C) 360°