একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫ মিটার এবং ১২ মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে, ত্রিভুজের ভূমি = ১২ মিটার
এবং ত্রিভুজের লম্ব = ৫ মিটার
আমরা জানি, (অতিভুজ)2 = (ভূমি)2 + (লম্ব)2
বা, অতিভুজ = √(১২2 + ৫2)
= √(১৪৪ + ২৫)
= √১৬৯
= ১৩
∴ অতিভুজ = ১৩ মিটার