‘নীলদর্পণ' নাটকে ‘শ্যামচাঁদ’ হলো-
A একটি চরিত্র
B কৃষ্ণপক্ষের চাঁদ
C চামড়ার তৈরি চাবুক
D হাতে পাওয়া চাঁদ
Solution
Correct Answer: Option C
- ‘নীলদর্পণ' নাটকে বড়ো সাহেব উডের চাবুকের নাম " শ্যামচাঁদ "।
- কেউ নীলচাষ করতে অসম্মত হলে তাদের নীলকুঠিতে ধরে এনে চামড়ার চাবুক "শ্যামচাঁদ" দিয়ে
প্রহার করতো।