- পৃথিবীর বহু উন্নত ভাষার মতো বাংলা ভাষাতেও দু'ধরনের ভাষারীতি বিদ্যমান। - এর একটি মৌখিক বা কথ্যরীতি এবং অপরটি লৈখিক বা লেখ্যরীতি। - আবার লৈখিক বা লেখ্যরূপ এরও রয়েছে দুটি নীতি। - যেমন: চলিত রীতি ও সাধু রীতি।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions